• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম হত্যায় জড়িত ৬ জনকে আটক 

     dailybangla 
    26th Sep 2024 5:10 am  |  অনলাইন সংস্করণ

    চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    আটকরা হলেন-মো. বাবুল প্রকাশ (৪৪), মো. হেলাল উদ্দিন (৩৪), মো. আনোয়ার হাকিম (২৮), মো. আরিফ উল্লাহ (২৫), মো. জিয়াবুল করিম (৪৫) এবং মো. হোসেন (৩৯)। তাদেরকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

    আটক বাবুল প্রকাশকে এই ঘটনায় মূল অর্থ যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। এতে আরো বলা হয়, আটকদের মধ্যে চার জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত এবং দুই জন তথ্য দিয়ে তাদেরকে সহায়তা করার কথা স্বীকার করেছেন।

    এই ছয়জনের মধ্যে বাবুল প্রকাশ লেফটেন্যান্ট তানজিমকে ছুরিকাঘাত করেছিল বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে,” বলা হয় আইএসপিআরের বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়, ২টি দেশিয় আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ১১ রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ডাকাত দলের অন্য সদস্যদের আটকের জন্য সেনাবাহিনী অভিযান অব্যাহত রেখেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

    গত সোমবার রাত ৩টার দিকে ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানের সময় ডাকাতের ছুরিতে মারা যান লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন।

    আইএসপিআর জানিয়েছিল, রাত ৩টার দিকে পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর আসে। ঘণ্টাখানেকের মধ্যে চকরিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা সেখানে পৌঁছান। অভিযানের সময় ৭-৮ সদস্যের ডাকাত দলটির কয়েকজনকে তাড়া করেন লেফটেন্যান্ট নির্জন। এ সময় ডাকাতরা নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে তাকে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    টাঙ্গাইলে জন্মগ্রহণকারী নির্জন পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি মিলিটারি একাডেমি থেকে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে কমিশন লাভ করেন।

    বিআলো/তুরাগ

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930