অটো চালকের বিচারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
এস এম শিমুল রানা, মাগুরা: মাগুরায় চাঞ্চল্যকর খুনের আসামিদের বিচারের দাবিতে গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে শালিখা উপজেলার বুনাগাতি ডিক্রি কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন পরিবার স্বজন ও গ্রামবাসী।
মামলার ৪ বছর পার হলেও হত্যার রহস্য উদ্ঘাটন ও মামলার কাঙ্খিত অগ্রগতি না হওয়ায় নিহতের পরিবার এবং এলাকাবাসী পিবিআইয়ের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। সঠিক তথ্য উঠে না আশায় ক্ষোভ প্রকাশ করেন পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মো. কায়দার হোসেন, মামলার বাদী মো. তাইজেল শেখ, নিহত অন্তরের পিতা। মানববন্ধনে অন্তর হত্যার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়।
মানববন্ধনে জানানো হয়, ২০১৯ সালের ১৯ ডিসেম্বর বুনাগাতী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাসিবুল মোল্ল্যার মাদক ব্যবসা টের পেয়ে যাওয়ায় ইজিবাইক চালক অন্তরকে পরিকল্পিতভাবে হত্যা করে। এ ঘটনায় অন্তরের পরিবারের পক্ষ থেকে হাসিবুলসহ কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। প্রথমে এটি পুলিশ তদন্ত করে। কিন্তু সেটি সঠিক না হওয়ায় বাদীর আবেদনের প্রেক্ষিতে পিবিআই তদন্তে যায়। যা এখনো অব্যাহত রয়েছে। আসামিদের মধ্যে হাসিবুল রয়েছে জেল হাজতে। বাকিরা পলাতক।
মানববন্ধনে বিচার কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়। পাশাপাশি অন্য আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। মানববন্ধনে হত্যা মামলার পলাতক আসামি আত্মগোপনে থেকে বিভিন্নভাবে নিহত অন্তরের পরিবারকে মামলা তুলে নিতে হত্যার হুমকি দিচ্ছে বলে জানানো হয়।
বিআলো/তুরাগ