মহানবীকে অবমাননার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল
এস এ চৌধুরী জয়, মৌলভীবাজার: মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে ভারতে পুরোহিত রামগীরী ও বিধায়ক রানে কর্তৃক অবমাননার প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষর্থীরা।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সাধারণ শিক্ষার্থী মৌলভীবাজার এর আয়োজনে মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনা চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সাধারণ শিক্ষার্থীরা ভারতের পুরোহিত রামগীরী ও বিধায়ক রানে কর্তৃক নবীজি (সাঃ) কে অবমাননার তীব্র প্রতিবাদ জানান। সেই সঙ্গে তারা অবিলম্বে ওই দুই কটুক্তিকারীর সর্বোচ্চ বিচার দাবি করেন। এছাড়াও দেশের অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে পুরোহিত রামগীরী ও বিধায়ক রানেকে দ্রুত বিচারের আওতায় আনতে ভারত সরকারকে চাপ দেওয়ারও আহবান জানান তারা। এসময় উপস্থিত ছিলেন রুহুল আমিন, শাহ উসমান আলি জাকির, কামরুল হাসান, শাহ মিসবাহ, আশরাফ আহমদ শফি, শাওন আহমদ, অমি মিয়া প্রমুখ।
বিআলো/তুরাগ