• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের এক কমান্ডার নিহত 

     dailybangla 
    28th Sep 2024 10:48 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরায়েলি ভয়াবহ হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর পাশাপাশি ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) একজন জ্যেষ্ঠ কমান্ডারও নিহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি ও এনডিটিভি।

    ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) জানায়, লেবাননে ইসরায়েলের যে হামলায় হিজবুল্লাহ প্রধানকে হত্যা করা হয়েছে, সেখানে আইআরজিসির ডেপুটি কমান্ডার ফর অপারেশনস জেনারেল আব্বাস নীলফরৌশানও নিহত হয়েছেন। তবে এ বিষয়ে আর কোনো বিশদ বিবরণ দেয়নি সংবাদমাধ্যমটি।

    এর আগে ইসরায়েলি বাহিনী দাবি করে, তারা শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর দীর্ঘদিনের প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করেছে। পরে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে নিশ্চিত করে, তাদের শীর্ষ নেতা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।

    ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা শুক্রবার সন্ধ্যায় লেবাননে হিজবুল্লাহর ১৪০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বহু আবাসিক ভবনও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এর পরপরই তেল আবিবের বিভিন্ন স্থানে দফায় দফায় পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ।

    হিজবুল্লাহ প্রধানকে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এর মাধ্যমে ‘উন্মাদ ইহুদিবাদী শাসকদের’ বর্বর চেহারা উন্মোচিত হয়েছে। এ সময় তিনি ইসরায়েলকে ‘অপরাধী’ বলে অভিহিত করেন এবং বিশ্বের সব মুসলমানকে হিজবুল্লাহ ও লেবাননের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

    এদিকে, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রসহ দেশটির পশ্চিমা ও আরব মিত্ররা। তবে তা প্রত্যাখ্যান করে লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে সর্বশক্তি দিয়ে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930