• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিএনপির দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন করতে হবে: এম এ কাইয়ুম 

     dailybangla 
    29th Sep 2024 11:22 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত বিএনপি নেতা কর্মীদের মূল্যায়ন করতে হবে দাবি করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ ড. এম এ কাইয়ুম বলেন, হাসিনা সরকারের অত্যাচার হামলা, মামলা, হয়রানি, অত্যাচার, নির্যাতনের কারণে আমি এবং আমরা অনেকেই বাড়ি ঘর ছাড়া ছিলাম। ব্যবসা বাণিজ্য এমনকি কোন কাজ কর্ম করতে পারিনি। আজ আমরা নিজ দেশে আসতে পেরেছি বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের ত্যাগের মধ্য দিয়ে।

    যারা আওয়ামী লীগ সরকারের অন্যায় অত্যাচার সহ্য করে প্রকাশ্যে বিএনপির রাজনীতি করেছে ও বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে সংগঠনকে গতিশীল রেখেছে তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে। শুধু ফুল আর উপহারের ভিড়ে ত্যাগী নেতাদের ভুলে গেলে চলবে না। পাশাপাশি নতুনদেরকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে।

    গত শনিবার বিকেলে ভাটারা থানা বিএনপি আয়োজিত এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন। দখলবাজি চাঁদাবাজি বন্ধ করার আহবান জানিয়ে তিনি বলেন, বিএনপি এখনো ক্ষমতায় আসেনি। আগামীতে বিএনপি সরকার গঠন করবে বলে আমরা আশা করি। কিন্তু দখলবাজি চাঁদাবাজি করে বিএনপির ইমেজ ক্ষুন্ন করা যাবে না। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা দলের সকল নেতা কর্মীকে মেনে চলতে হবে। দখলবাজ চাঁদাবাজদের বিএনপিতে কোনো জায়গা হবে না।

    ঢাকা-১১ আসনের মনোনয়ন প্রত্যাশী এম এ কাইয়ুম আরো বলেন, গত ১৭ বছর ধরে গণতান্ত্রিক আন্দোলন আমরা করেছি কিন্তু সফলতা পাইনি। আবাবিল পাখির মতো সফলতা এনে দিয়েছে আল্লাহর রহমতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান। তাদেরকে সুফল পাওয়ার সুযোগ করে দিতে হবে। ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাইফুল ইসলাম নিরব বলেন, ভাটারা এলাকাতে যারা বিএনপি প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছে আজ তারা অনেকেই নেই। তবে তাদেরকেও আমাদের স্মরণ করতে হবে। দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে।

    কর্মীসভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এ জি এম শামসুল হক, মালয়েশিয়া বিএনপির সভাপতি বাদরুল রহমান, নগর নেতা হযরত কাজী ও আজহারুল ইসলাম সেলিমসহ অন্যান্য নেতা কর্মীরা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930