• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মতলবে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় এক যুবককে গুলি 

     dailybangla 
    02nd Oct 2024 11:34 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। গুলি বৃদ্ধ আহত যুবক আরিফ উল্লাহ সরকার (টলি চালক) চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে উপজেলার এখলাছপুর ইউনিয়নের দক্ষিণ বোরচর গ্রামের ইদ্রিস সরকারের ছেলে।

    এলাকাবাসী জানান, ১ অক্টোবর রাতে উপজেলার এখলাছপুর ইউনিয়নের দক্ষিণ বোরচর এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে দক্ষিণ বোরচরের ইদ্রিস সরকারের ছেলে আরিফ উল্লাহ সরকারসহ ১০/ ১২ জন লোক ড্রেজারের কাছে গিয়ে বালু কাটতে বাধা প্রদান করেন। এ সময় ড্রেজারে থাকা বালু সিন্ডিকেটের লোকজন এলোপাথারিভাবে গুলি করলে আরিফ উল্লাহ সরকার গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা আরিফ উল্লাহ সরকারকে বুধবার (২ অক্টোবর) ভোর রাতে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান।

    আরিফ উল্লাহ সরকারের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত ৩ টার সময় নদীতে মাছধরা জেলেদের মাধ্যমে খবর পেয়ে ড্রেজারের কাছে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিলে ড্রেজারের লোকজন এলোপাথারিভাবে গুলি ছুঁড়লে প্রায় ৪০/ ৫০ রাউন্ড গুলি আরিফ উল্লাহ সরকারের পেটে ও শরীরের বিভিন্ন জায়গায় লাগলে আরিফ উল্লাহ সরকার গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে আমরা খবর পেয়ে বুধবার ভোর রাতে চাঁদপুর সদর হাসপাতালে এনে ভর্তি করাই। বালু সিন্ডিকেট চক্রের যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আরিফ উল্লাহ সরকারের পরিবার।

    এখলাছপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. শাহজামাল জানান, আমি খবর পেয়ে হাসপাতালে এসে আরিফ উল্লার কাছে বিস্তারিত জেনেছি। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমি প্রশাসনের দৃষ্টি কামনা করছি। এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম মুন্না ঢালী জানান, কয়েকদিন আগেও অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার এবং একটি বাল্কহেড আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করেছি আমরা। মেঘনা নদীতে আমরা কাউকে অবৈধভাবে বালু কাটতে দিবো না।

    বুধবার সকালে মোহনপুর নৌ-পুলিশের ওসি কামরুজ্জামানের মোবাইল ফোনে এ বিষয়ে জানার জন্য কল দিলে তিনি জানান, এ ব্যাপারে আমাদের কাছে এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031