সাবেক সাংসদ দবিরুল ইসলাম গ্রেপ্তার
dailybangla
03rd Oct 2024 8:32 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রুহিয়া থানার রামনাথ বাজারের একজন আওয়ামী লীগ নেতার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বালিয়াডাঙ্গী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটিতে তিনি প্রধান আসামি।
বিআলো/শিলি