কোম্পানীগঞ্জ সীমান্তে ইলিশসহ ভারতীয় নাগরিক আটক
dailybangla
03rd Oct 2024 7:55 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছে ইলিশ ও বোয়াল মাছসহ বেশ কিছু বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
বুধবার (৩ অক্টোবর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে (৪৮ বিজিবি) তাকে আটক করে।
আটককৃত ওই ব্যক্তির নাম শ্রী রশেন্দ্র। তিনি ভারতের চেরাপুঞ্জি এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, শ্রী রশেন্দ্রের কাছ থেকে ৬ পিস ইলিশ মাছ, ৪ কেজি বোয়াল মাছ, ২ কেজি ট্যাংরা মাছ, মোবাইল ও কিছু বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃত ভারতীয় নাগরিককে উদ্ধারকৃত মাছ ও টাকাসহ কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিআলো/শিলি