• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের আত্মপ্রকাশ 

     dailybangla 
    06th Oct 2024 11:44 pm  |  অনলাইন সংস্করণ

    অর্থনৈতিক প্রতিবেদক: উদ্যোক্তাদের আলোর বাতিঘর হিসেবে আত্মপ্রকাশ করেছে মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন। একদল উদ্যমী দেশপ্রেমিকদের দৃঢ় সংকল্পে দেশ সাজানোর স্বপ্ন নিয়ে আত্মপ্রকাশ করলো মেঘনা উদ্যোক্তা ফাউন্ডেশন।

    গত শনিবার বার সন্ধ্যা ৬টায় রাজধানীর মোহাম্মদপুর দেশের খ্যাতিমান উদ্যোক্তা, সাংবাদিক, আইনজীবী ও সমাজসেবকদের উপস্থিতিতে কেক কাটার মধ্যদিয়ে দেলোয়ারা ইব্রাহিম কুমকুম ফকিরকে চেয়ারম্যান ও আসমা আশগারকে মহাসচিব করে মেঘনা উদ্যোক্তা ফাউন্ডেশনের ৭ সদস্য বিশিষ্ট কমিটির আত্মপ্রকাশ করে।

    উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ মো. আতাউর রহমান মিল্টন, নির্বাহী সদস্য আনজুমান আরা বানু, আমেনা মনোয়ারা, আলপনা ও ফিরোজা বেগম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. ইকরামুল হক ভূঁইয়া, নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারপার্সন হাসিনা আনছার, হোসনে আরা ইব্রাহিম ফকির, মনোয়ারা ইব্রাহীম ফকির প্রমুখ।

    নব আত্মপ্রকাশ করা সংগঠন মেঘনা উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান দেলোয়ারা ইব্রাহিম কুমকুম ফকির সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, শুধু উদ্যোক্তাদের পাশে নয়, দুস্থ, অসহায়, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো, অবহেলিতদের জন্য কাজ করবে বলে আশ্বাস ব্যক্ত করেন।

    সংগঠনের সাধারণ সম্পাদক আসমা আশগার জানান, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা দেশের দরিদ্র অঞ্চলগুলোতে মসজিদ নির্মাণসহ নানান ধরনের উদ্যোগ নিয়ে কাজ করবেন। সে জন্য সকলকে তাদের তথ্যমত প্রকাশের মাধ্যমে দিক নির্দেশনা পরামর্শের মাধ্যমে পাশে থাকার আহ্বান জানায়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930