• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন পার্বত্য উপদেষ্টার 

     dailybangla 
    07th Oct 2024 10:30 pm  |  অনলাইন সংস্করণ

    খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।

    এছাড়াও সম্প্রতি সহিংসতার শিকার হয়ে নিহতদের স্বজনদের সঙ্গে দেখা করতে পেরাছড়ার যুবরাজপাড়া ও শালবন এলাকায় যান। সেখানে হতাহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি আজ সোমবার বিকালে শহরের মহাজনপাড়া, পানখাইয়াপাড়া সড়কে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন।

    এর আগে দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত ২শ’ জনকে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় নগদ টাকা ও খাদ্যশষ্য বিতরণ করেন।

    এ সময় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পৃথক দু’টি ঘটনায় একজন শিক্ষকসহ দু’জনকে পিটিয়ে হত্যার ঘটনায় সহিংসতায় আরও তিনজন নিহত হয় এবং বহু লোক আহত হন। অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করা হয় বহু ব্যবসা প্রতিষ্ঠানে। এদিকে ১ অক্টোবর খাগড়াছড়ির মহাজনপাড়া ও পানখাইয়াপাড়া সড়কে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

    আটকরা হলেন, লুৎফর রহমান (৪৫), নুর মোহাম্মদ, ইসমাইল হোসেন, শাহজাদায়ে ইমরান চৌধুরী ও কামরুল।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930