রাজধানীর ডেমরায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা নবী উল্লাহ নবী
ইবনে ফরহাদ তুরাগ: ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানার অন্তর্গত ৬৯,৭০ নং ওয়ার্ডের পূজামন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক গত জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ডেমরা থানাধীন ৬৯ ও ৭০ নং ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপে পরিদর্শনে যান।
এসময় উপস্থিত ছিলেন, ডেমরা থানা বিএনপি সভাপতি পদপ্রার্থী এস এম রেজা চৌধুরী সেলিম,ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান,ডেমরা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেন, ৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই,৭০নং ওয়ার্ড বিএনপির সভাপতি গরিবুল্লাহ, সাধারণ সম্পাদক আবু নোমান বেপারী, ৬৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার,৬৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন,৬৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেন ডেমরা থানা বিএনপির নেতা মনির হোসেন খান, মোঃ অহিদুল ইসলাম, মোঃ আওলাদ হোসেন, ফারুক আহমেদ সাদু, ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শওকত আকবর, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মানিক সহ সিনিয়র নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে তিনি প্রথম আসেন ৭০ নং ওয়ার্ড দেইল্লাহ পুজামন্ডপ, তারপর আসেন ৬৯ নং ওয়ার্ড বাউলাবাজার পুজা মন্ডপ। এসময় সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদলের যুগ্ন আহবায়ক বায়ক মোঃ রুবেল আহমেদ রানা, ছাত্রনেতা আল-আমিন সরকার সহ ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিআলো/নিউজ