• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তামিলনাড়ু ২ ট্রেনর সংঘর্ষে ১২ বগি লাইনচ্যুত, আহত ১৯ 

     dailybangla 
    12th Oct 2024 6:12 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: তামিলনাড়ুতে শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় একটি যাত্রীবাহী ট্রেন, ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে একটি স্থির পণ্যবাহী ট্রেনকে ধাক্কা দেয়।

    রেল কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনটি প্রধান লাইনের পরিবর্তে একটি লুপ লাইনে প্রবেশ করে, যার পরে কমপক্ষে ১২ টি বগি লাইনচ্যুত হয়েছে, এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। এখনো পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি। আহতদের চেন্নাইয়ের সরকারি স্ট্যানলি মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে।

    ভারতের রেল বোর্ড জানিয়েছে, দুর্ঘটনায় ১২ থেকে ১৩টি কামরা লাইনচ্যুত হয়। একটি কামরায় আগুন ধরে যায়।

    তিরুভাল্লুর জেলা কালেক্টর ড. টি প্রভুশঙ্কর জানিয়েছেন, এতে ১৩৬০ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে ১৯ জন আহত হয়েছে বলে জানা গেছে, এবং তাদের মধ্যে চারজন গুরুতর আহত হয়েছেন। দ্রুত তাদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।

    রেলওয়ে নিরাপত্তা কমিশনার (সিআরএস) অনন্ত মধুকর চৌধুরী দুর্ঘটনার সঠিক কারণ চিহ্নিত করতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    দুর্ভাগ্যজনক ঘটনা সম্পর্কে কথা বলতে গিয়ে, দক্ষিণ রেলওয়ের মহাব্যবস্থাপক আর এন সিং বলেছেন, ট্রেনটি গুডুর এবং আরও অন্ধ্র প্রদেশের দিকে যাচ্ছিল। স্টেশনে, গুডুর দিকে যাওয়া একটি পণ্য ট্রেন লুপ লাইনে দাঁড়িয়ে ছিল এবং অগ্রাধিকার দেওয়া হয়েছিল। মেইন লাইন দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু মেইন লাইনের সিগন্যাল থাকা সত্ত্বেও ট্রেনটি লুপ লাইনে ঢুকে পড়ে। এটি পেছন থেকে পণ্যবাহী ট্রেনকে ধাক্কা দেয় এবং ইঞ্জিন লাইনচ্যুত হয়।

    দুর্ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেলওয়ে।

    রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে যান। গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, ‘সরকার দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করছে। হতাহতদের সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে।’

    সংশ্লিষ্ট রেল কর্মকর্তারা জানান, শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে চেন্নাই রেল বিভাগের পোন্নেরি-কাভারপেট্টাই স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

    রেল বোর্ড জানায়, পণ্যবাহী ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে ছিল। এ সময় মহীশূর থেকে বিহারের দ্বারভাঙাগামী বাগমতী এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়। যাত্রাবাহী ট্রেনটি ভুল লেনে ঢুকে পড়ায় দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930