আমরা বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন দেখি: অধ্যাপক রফিকুল ইসলাম
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখতেন। আমরা সেই স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখি। জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছেন আমরা সেই বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন দেখি দেশের প্রতিটি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করার।
আমাদের নেতা তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানে স্থায়ী করা হবে। দুর্গাপূজা একটি সার্বজনীন অনুষ্ঠানে পরিণত হয়েছে। আপনারা পূজা উদযাপন করবেন আমরা উপভোগ করবো। এটা আমাদের সংস্কৃতির অংশের মতো হয়ে গেছে। আমরা সবাই একসঙ্গে থাকতে চাই।
গত শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার সার্বজনীন দুর্গামন্দিরে দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথাগুলো বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরস- ভার সার্বজনীন দুর্গামন্দিরের সভাপতি হরি নারায়ণ চৌহান, সাধারণ সম্পাদক কৃষ্ণ বাসফোর, তপন বণিক, শ্রীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মারুফ শেখ, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, সহ-সভাপতি আবুল হোসেন, সাইফুল হক মোল্লা, মিজান মন্ডল, বিল্লাল হোসেন, দুলাল চৌহানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিআলো/তুরাগ







 
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                
 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
