গাজীপুরে র্যাব-১ এর অভিযানে ৫৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার-৪
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর থানা এলাকায় পৃথক দুটি অভিযানে ৫৮ কেজি গাজা উদ্ধার করেছে র্যাব-১।
র্যাব জানায়, আজ ১৩ অক্টোবর দুপুরে র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গাঁজার একটি বড় চালান নিয়ে ঢাকা হতে ১টি কাভার্ড ভ্যান যোগে গাজীপুর চৌরাস্তা হয়ে গাজীপুর সদর থানাধীন মাষ্টারবাড়ী বাজার এলাকার দিকে আসছে।
খবর পেয়ে অত্র ক্যাম্পের আভিযানিক দল তাৎক্ষণিকভাবে গাজীপুর সদর থানাধীন পোড়াবাড়ী র্যাব-১ ক্যাম্পের মেইন গেট এর বিপরীত পাশে মেসার্স রাশেদুল এন্টারপ্রাইজ এর সামনে ঢাকা টু ময়মনসিংহ গামী মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ কাওসার ব্যাপারী (২৭) (গাড়ী চালক) ২। মোঃ ইব্রাহিম(৩৫)(হেলপার) কে আটক করে।
সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীগন স্বীকারোক্তি ও দেখানো মতে তাদের দখলে থাকা কাভার্ড ভ্যানের পিছনের বডিতে আলাদা চেম্বার বানিয়ে অত্যন্ত সুকৌশলে রক্ষিত খাকি স্কচটেপ দ্বারা মোড়ানো ২০ প্যাকেট গাঁজা, যার প্রত্যেক প্যাকেটের ওজন অনুমান ০২ কেজি করে সর্বমোট ৪০কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এবং আসামীগনের নিকট থাকা ০২(দুই)টি মোবাইল ফোন, নগদ ৫৫০/-(পাঁচশত পঞ্চাশ)টাকা সহ তাদের কাছ থেকে গাঁজা বহনের কাজে ব্যবহৃত নীল-সাদা রংয়ের টাটা কাভার্ড ভ্যান (রেজিঃ নম্বর ঢাকা-মেট্টো-ম-১১-২৬২৩) জব্দ করা হয়।
একই দিন বিকালে র্যাব-১, গাজীপুরের একটি আভিযানিক দল গোপনসূত্রে জানতে পারে গাঁজার আরও একটি বড় চালান নিয়ে কিশোরগঞ্জ হতে ০১টি ভাড়ায় চালিত সিএনজি যোগে গাজীপুরের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র ক্যাম্পের আভিযানিক দলটি তাৎক্ষণিকভাবে জিএমপি গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তার পূর্ব পাশে সিএনজি স্ট্যান্ড সাকিনস্থ ভাওয়াল জাতীয় উদ্যানের পাশে কাপাসিয়া টু গাজীপুর গামী মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে আসামী ১। মোঃ মিঠু(২০) ২। মোঃ সহিদ (১৯) কে হাতে নাতে গ্রেফতার করে।
এ সময় মোঃ মিঠু(২০) এর দেখানো মতে সিএনজির ভিতরে তাহার হেফাজতে থাকা ০১ টি স্কুল ব্যাগের ভিতরে রক্ষিত খাকী রংয়ের স্কচটেপ ও নীল রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ০১ প্যাকেট গাঁজা, যার প্যাকেট সহ ওজন অনুমান ০৫ কেজি এবং অপর ০১ টি ট্রাভেল ব্যাগের ভিতরে রক্ষিত সাদা স্বচ্ছ স্কচটেপ ও কালো রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ০৭ প্যাকেট গাঁজা ও ৫ কেজি সহ সর্বোমোট ১২ কেজি গাঁজা এবং ০২ নং আসামী মোঃ সহিদ(১৯) এর দেখানো মতে সিএনজির ভিতরে তাহার হেফাজতে থাকা ০১ টি স্কুল ব্যাগের ভিতরে রক্ষিত সাদা স্বচ্ছ স্কচটেপ ও কালো রংয়ের পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ০৩ প্যাকেট গাঁজা যার প্রতিটি প্যাকেট সহ ওজন অনুমান ০২ কেজি করে ০৬ কেজি গাঁজা সহ সর্বমোট (১২+০৬)=১৮ (আঠারো) কেজি কথিত গাঁজা উদ্ধার করে। যার মূল্য অনুমানিক ২,৭০,০০০/- টাকা , ০২(দুই)টি মোবাইল ফোন, নগদ-১৫২০/- টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা হতে চোরাই পথে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা ও গাজীপুরসহ আশে-পাশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। ধৃত আসামীদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি গাজীপুরের সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
র্যাব এর সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মোঃ মাহফুজুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিআলো/তুরাগ