ঝালকাঠিতে মা ইলিশ ধরার দায়ে ২ জেলে আটক
dailybangla
16th Oct 2024 11:15 pm | অনলাইন সংস্করণ
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার দায়ে দুই জেলেকে আটক করা হয়।
আজ বুধবার সকালে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৩ হাজার ৭শ’ মিটার জাল জব্দ করা হয়েছে। রাত থেকে সকাল পর্যন্ত জেলা প্রশাসন সহযোগিতায় মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিষখালী নদীতে ইলিশ শিকার করায় মো. শাওন মৃধা ও মো. রায়হান মৃধা নামে দুই জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতে ২ জনকে ৬ হাজার কাটা অর্থদণ্ড প্রদান করে।
জেলা মৎস্য কর্মকর্তা জানান, সুগন্ধা নদীর বিভিন্ন পয়েন্টে জেলেরা ইলিশ ধরার সময় অভিযান চালানো করা হয়। এ সময় দুই জেলেকে আটক করে ২ জনকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ২৩ হাজার ৭শ’ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। ইলিশ সংরক্ষণে মৎস্য বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।
বিআলো/তুরাগ