বিদায়ি টেস্টে বাদ সাকিব, মুখ খুললেন আসিফ নজরুল
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলে এই সংস্করণ থেকে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। এজন্য এই অলরাউন্ডারকে নিয়েই দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। তবে নিরাপত্তা শঙ্কায় দেশে আসতে পারছেন না সাকিব। তাতে আনুষ্ঠানিকভাবে তাঁকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেছেন, ‘আমাদের জানানো হয়েছে যে সাকিব প্রথম টেস্টে অনুপস্থিত।’ সে জায়গায় মুরাদের দলে নেওয়ার কারণ জানিয়ে বলেন, ‘হাসান মুরাদ প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করছে এবং সে আমাদের প্রক্রিয়ার অংশ।
আমরা বিশ্বাসী, সে বোলিংয়ে ভারসাম্য বজায় রাখবে, বিশেষ করে ঘরের কন্ডিশনে। অভিষেকের অপেক্ষায় থাকা মুরাদ এর আগে গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও ছিলেন। ২৩ বছর এই বাঁহাতি স্পিনার ২০২১ সালে অভিষেকের পর ৩০ প্রথম শ্রেণির ম্যাচে ১৩৬ উইকেট নিয়েছেন।
বৈষম্যবিরাধী ছাত্র-জনতার আন্দোলনে চুপ ছিলেন সাকিব আল হাসান। ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনার নির্দেশে দেশজুড়ে গণহত্যা চললেও সরকারের পক্ষেই অবস্থান ছিল সাকিবের। এতে করে সাকিবের বিরুদ্ধে ভক্তদের মধ্যে ক্ষোভ জন্মায়। এ ছাড়া তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও হয়। যে কারণে দেশের মাটিতে শেষ টেস্ট খেলা হলো না সাকিবের। তার দেশে ফেরা নিয়ে কম নাটকীয়তা হয়নি গতকাল বৃহস্পতিবার। দেশের উদ্দেশে রওনা হলেও দুবাই থেকে ফেরৎ যান তিনি। এবার এ নিয়ে মুখ খুলেছেন অন্তর্বতী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
গত বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে সাকিবের দেশে ফেরা নিয়ে করা প্রশ্নে জবাবে তিনি বলেছেন, ‘সাকিব আমাকে কয়েকবার ফোন দিয়েছিল। আমি বলেছি উপদেষ্টা আসিফের সঙ্গে কথা বলতে যেহেতু এটা আমার ব্যাপার না।’
আইন উপদেষ্টা আরো বলেছেন, ‘সাকিবের মতো ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসে আর আসেনি। সাকিব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় মানুষ হয়ে থাকতে পারত। কিন্তু যখন আন্দোলন চলছে, মানুষ মরছে, ঘরে ঘরে কান্না, ক্ষোভ-কষ্ট সাকিব তখন পোস্ট দিলো সে কোথাও এনজয় করছে এমন। এটা সম্ভব একটা মানুষের পক্ষে?’ সাকিব কেনো বললেন, ‘ভালোবাসুন বা ঘৃণা করুন, আমার সঙ্গে
খেলবেন না’
তিনি বলেন, ‘এছাড়া যে সমস্ত জুয়া, বেটিং উশৃঙ্খল আচরণ… আমার মনে হয়ে এটার জন্য শেখ হাসিনার সরকার দায়ী। এমন একটি রাষ্ট্রযন্ত্র তৈরি করা হয়েছে, যেখানে শেখ হাসিনার প্রতি অনুগত থাকলে আপনি যা ইচ্ছা করতে পারেন। আপনার শাস্তি হবে না। এটা অনেক মানুষকে বিভ্রান্ত করে, তাকেও করেছে। মায়া লাগে। কিন্তু তার প্রতি মানুষ যে ক্ষোভ দেখায়, সেটি একটুও অযৌক্তিক লাগে না।’
প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
বিআলো/শিলি