• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মিরপুর টেস্ট: প্রথম ইনিংসে ১০৬ রানেই অলআউট বাংলাদেশ 

     dailybangla 
    21st Oct 2024 2:13 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে টাইগাররা। তবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে সুবিধা করে ওঠতে পারেনি নাজমুল শান্তর দল। ৪০.১ ওভার খেলে ১০৬ রানেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ।

    ২১ অক্টোবর, রবিবার টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতার এ চিত্র দেখা গেলো স্বাগতিকদের প্রথম ইনিংসে।

    এদিন টসে জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই নিজেদের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম। মাল্ডারের অফ স্টাম্পের বাইরের লেন্থ ডেলিভারি অযথাই মারতে গিয়ে দ্বিতীয় স্লিপে থাকা এইডেন মার্করামের হাতে ধরা পড়েন তিনি। দ্বিতীয় উইকেটে ব্যাটিংয়ে নামা মুমিনুল হকও বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। ব্যক্তিগত মাত্র ৪ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

    এরপর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফের আবার ব্যার্থতার পরিচয় দিয়েছেন। উইকেটে থিতু হওয়ার আগেই ব্যাক্তিগত ৭ রান করেই সাজঘরে ফেরেন তিনি।

    এদিকে শান্ত ফেরার পর ক্রিজে জয়ের সঙ্গী হন মুশফিকুর রহিম। তবে তিনিও আজ দলকে পথ দেখাতে ব্যর্থ হয়েছেন রাবাদার বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি। দলীয় ৪০ রানে মুশফিক ফেরার পর লিটন দাসও ফিরেছেন দ্রুতই। টাইগার এই ব্যাটার সাজঘরে ফিরেন ১৩ বলে ১ রান করে।

    একপ্রান্তে নিয়মিত উইকেট হারালেও অপরপ্রান্তে টিকে ছিলেন ওপেনার জয়। লিটন ফেরার পর ক্রিজে তার সঙ্গী হন মেহেদী মিরাজ। তবে এই অলরাউন্ডারও আজ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। মধ্যাহ্নবিরতির আগে প্রথম সেশনের শেষ বলে কেশব মহারাজের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হন তিনি। সাজঘরে ফেরার আগে ২৪ বলে ১৩ রান করেছেন মিরাজ।

    এদিকে সকালের সেশনে একপ্রান্তে টিকে থাকলেও দ্বিতীয় সেশন আর উতরে যেতে পারেননি ওপেনার জয়, মধ্যাহ্নবিরতির পরই ফরতে হয়েছে তাকে, ডেন পিটের বলে ৯৭ বলে ৩০ রান করে আউট হন তিনি। এটাই ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এরপর অভিষিক্ত জাকের আলী ফিরেছেন ১৫ বলে ২ রান করে।

    নবম উইকেট জুটিতে আসে সর্বোচ্চ রান। তাইজুল ইসলাম ও নাঈম হাসান ২৬ রানের জুটি গড়েন। নাঈম হাসান ৮ রান করে ফিরে গেলে তাইজুল ১৬ রান করে কেশব মহারাজের বলে বোল্ড হয়ে তাকে অনুসরণ করলে ১০৬ রানে বাংলাদেশের ইনিংস শেষ হয়।

    বোলিংয়ে আফ্রিকার হয়ে মাল্ডার, রাবাদা ও মহারাজ তিনটি করে উইকেট নেন। অপর উইকেটটি পেয়েছেন ডেন পিট।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031