• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    লেবাননের বন্দর নগরী টায়ারে ইসরায়েলী বাহিনীর বিমান হামলা 

     dailybangla 
    23rd Oct 2024 9:41 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের বন্দর নগরী টায়ারে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলী বাহিনী। সেখানকার বাসিন্দাদেরকে হামলার হুমকি এবং তাদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পরপরই এ হামলা চালালো তারা।

    ২৩ অক্টোবর, বুধবার এ খবর জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

    এর আগে ইসরায়েল বলছে, তারা হিজবুল্লাহর সিনিয়র কর্মকর্তা হাশেম সাফিউদ্দিনকে হত্যা করেছে, যিনি হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরী ছিলেন। যদিও এ বিষয়ে হিজবুল্লাহ এখনো কোনো মন্তব্য করেনি।

    অন্যদিকে গাজার বেত লাহিয়া থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিরা বলছেন, তারা রাস্তায় লাশ পড়ে থাকতে দেখেছেন এবং ইসরায়েলি সৈন্যরা পুরুষদের আটক ও মারধর করছে।

    উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪২,৭৯২ জন নিহত এবং ১,০০,৪১২ জন আহত হন। এর আগে, ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে আনুমানিক ১১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি জিম্মি হয়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031