ইসরায়েলের সামরিক গোয়েন্দা ঘাঁটিতে হামলা চালালো হিজবুল্লাহ
আন্তর্জাতিক ডেস্ক: এক বিবৃতিতে লেবাননের সশস্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তারা তেল আবিবের শহরতলীতে ইসরায়েলি সামরিক বাহিনীর গোয়েন্দা ঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে এক টেলিগ্রাম পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়।
হিজবুল্লাহর হামলার পর ইসরায়েলের তেল আবিব এবং হাইফা শহরের আশপাশে সাইরেন বেজে উঠেছে।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, লেবানন থেকে ছোড়া দুটি রকেট তারা ভূপাতিত করেছে। এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলা চালানো হয়। ইরানপন্থি ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েলের ইলাত শহরে একটি ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে’ ড্রোন হামলার দাবি করেছে।
ইসরায়েলি বাহিনী বলছে যে, তারা দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এটি ইলাত শহরের কাছে ইসরায়েলের জলসীমা অতিক্রম করছিল।
এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই ড্রোনগুলো পূর্ব দিক থেকে এসেছে। এর আগেও ইরাক থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।
বিআলো/শিলি