জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে দিনাজপুরে এইচপিভি টিকাদান শুরু
নিজস্ব প্রতিবেদক: জরায়ু ক্যান্সার প্রতিরোধে দিনাজপুরের খানসামা উপজেলায় এইচপিভি টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে খানসামা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. লিমন সেন, খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, খানসামা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম বুলবুল, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীগণ।
উল্লেখ্য, ২৪ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় খানসামা উপজেলার ২৫৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত স্ব স্ব প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান বঞ্চিত প্রায় ৯ হাজার কিশোরীকে এইচপিভি টিকা প্রদান শুরু করা হয়। এই কর্মসূচি বাস্তবায়নে ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে সমন্বয় করে সকল প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বিআলো/শিলি