তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শাখার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রকতবেদক: আজ বৃহস্পতিবার সকালে মাদরাসা অডিটরিয়ামে বার্ষিক পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হাবিবুল্লাহ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। মাদরাসা প্রিন্সিপাল মাওলানা কবির হোসেনের স্বাগত বক্তব্যর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেয আব্দুল হক্ব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ চেয়ারম্যান ও ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মিম আতিকুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিরেক্টর আসলাম মিয়া, মাওলানা আব্দুল কাইয়ূম। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শাখা প্রধান মাওলানা মাসুদুর রহমান, মাওলানা মঞ্জুর রহমান কোরাইশী, মাওলানা শোয়াইব হোসাইন, মাওলানা হাবিবুর রহমান, মনির হোসাইন হেলালি, ইকবাল হোসেন মঞ্জু, কোঅর্ডিনেটর হাফেয মাওলানা মনির হোসেন, এসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর নুর উদ্দিন আল আযাদ, নূর হোসেন, মাহাবুবুর রহমান, মিজানুর রহমান, আবু বকর, রফিকুল ইসলাম রানা প্রমূখ।