সোনালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শওকত আলী খান
dailybangla
24th Oct 2024 10:37 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখিপুর উপজেলার কৃতি সন্তান শওকত আলী খান সোনালী ব্যাংক পিএলস্থির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন।
গত সোমবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ নিয়োগ প্রদান করে প্রজ্ঞাপন জারি করে। বেশ কিছুদিন কয়েকটি ব্যাংকের এমডি পদ শুন্য ছিলো। শুণ্য পদগুলোতে নতুন এমডি নিয়োগ দেওয়ার প্রস্তাব করেছিলো অর্থ মন্ত্রনালয়।
সখিপুর উপজেলার কৃতি সন্তান শওকত আলী খান সোনালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ পাওয়ায় এলাকাবাসী আনন্দিত।
বিআলো/তুরাগ