• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কক্সবাজারে মা-মেয়েকে নৃশংসভাবে হত্যা 

     dailybangla 
    26th Oct 2024 12:17 am  |  অনলাইন সংস্করণ

    চঞ্চল দাশগুপ্ত, কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়ায় মা-মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৫ অক্টোবর) দিন দুপুরে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের আবদুল হাদি সিকদার পাড়ায় এ নৃশংস ঘটনাটি ঘটেছে।

    নিহতরা হলেন, শান্তিবাজারের পরিচিত ব্যবসায়ী নুরুল আবছারের স্ত্রী রুনা আকতার (৩২) ও তাঁর আদরের ছোট মেয়ে জাহিয়া মনি (৫)।

    ঘটনাস্থল পরিদর্শন করেছে যৌথবাহিনী ও এসপি চকরিয়া সার্কেল। নুরু হাসপাতালে চিকিৎসাধীন।

    নিহতের ভাই হাফেজ সিরাজ দৌলাহ, জানান রুনার এক ছেলে দুই মেয়ে। বড় মেয়ের বিয়ে দিয়েছেন। ছেলেটি পাশ্ববর্তী জ্বীননুরাইন হেফজ্জ মাদ্রাসায় পড়ে।সেখানেই থাকে। ছোট মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন রুনা।

    ব্যবসায়ী নুরুর চাচাত মামা আয়ুব খান জানান, একসাথে জুমার নামাজ পড়ে দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন নুরু। দোকান খোলার জন্য পরিচিত দুটা বাচ্চাকে চাবি আনতে পাঠান বাড়িতে।

    বাচ্চারা বাড়িতে গিয়ে নৃশংস দৃশ্য দেখতে পেয়ে ছুটে এসে ঘটনা জানালে নুরুসহ অন্যরা দৌড়ে যায়। এসময় স্ত্রী -কন্যার রক্তাক্ত দেহ দেখে জ্ঞান হারান নুরু।

    স্থানীয়রা নুরুকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জ্ঞান ফিরলে পুলিশকে কিছু তথ্য দেন তিনি।

    এব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান।প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে সিআইডি টিমের জন্য অপেক্ষা করছেন।

    তবে স্থানীয়দের ধারণা নুরু একজন পুরোদস্তুর ব্যবসায়ী। বাড়িতে সবসময় নগদ টাকা রাখতো। পরিচিত কে বা কারা নুরু মসজিদে যাওয়ার সময় উৎপেতে থাকতে পারে।সুযোগ বুঝে বাড়িতে ঢুকে সরলতার সুযোগে হত্যাকান্ড চালিয়েছে। পরে লুটপাট করেছে।হত্যাকারীদের চিনতে পারায় ছোট মেয়েটিও হত্যা শিকার হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930