• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মঈন-ফখরুদ্দীনকে ক্ষমা করার শর্তে আ’লীগকে ক্ষমতায় বসানো হয়েছিল: বুলবুল 

     dailybangla 
    29th Oct 2024 11:44 pm  |  অনলাইন সংস্করণ

    জ্যেষ্ঠ প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, সাবেক সেনাপ্রধান মঈনুদ্দিন ও সাবেক তত্ত্বাবধাক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীনকে ক্ষমা করার শর্তে আওয়ামী লীগকে ২০০৮ সালের ডিসেম্বরের প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় বসানো হয়েছিল। পরবর্তীতে আওয়ামী লীগ সংবিধান সংশোধন করে নিজেদের মতো সংবিধান রচনা করে। আওয়ামী লীগের রচিত এই সংবিধান জনগণ মানে না। যার ফলে ছাত্র-জনতার অর্জিত বিপ্লবের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

    আজ মঙ্গলবার বিকালে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী ফ্যাসিস্টদের লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ পৌর ও সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রধান অতিথির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল তৎকালীন চারদলীয় জোট সরকারের শেষ দিন। ওই দিন নয়া পল্টনে বিএনপি সমাবেশের ঘোষণা দেয়, অপরদিকে বাইতুল মোকাররমের উত্তর গেইটে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাবেশের ঘোষণা দেয়। ২৭ তারিখ রাতে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী খুনি হাসিনা সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি-বৈঠা দিয়ে প্রকাশ্যে পিটিয়ে মানুষ হত্যার নির্দেশ দেয়। পরবর্তীতে ২৮ অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা মানুষকে সাপের মতো পিটিয়ে হত্যা করে। শুধু হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি, তারা লাশের উপর নৃত্য করেছে।

    ২৮ অক্টোবর পৃথিবীর ইতিহাসে এক ন্যক্কারজনক ঘৃণিত দিন। ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে কখনো চোরাগোপ্তা হামলা, কখনো গণহত্যা চালিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছে কিন্তু এদেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশছাড়া করেছে।

    মো. নূরুল ইসলাম বুলবুল উপস্থিত জনসাধারণের উদ্দেশে বলেন, নেতা নির্বাচনে জনগণকে নেতার রাজনৈতিক ইতিহাস জানতে ও বুঝতে হবে। জামায়াতে ইসলামী নির্বাচিত হলে নিজেদেরকে জনগণের খাদেম হিসেবে নিয়োজিত রাখবে। তিনি জামায়াতে ইসলামীকে পূর্বের ন্যায় সমর্থন ও সহযোগিতা করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান।

    চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে চাঁপাইনবাবগঞ্জ পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও সদর আমীর মাওলানা আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমান প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930