• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জরুরী ভিত্তিতে ইমারত বিধিমালা-২০২৪ চূড়ান্ত করতে হবে:  রিহ্যাব 

     dailybangla 
    31st Oct 2024 9:40 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: জরুরী ভিত্তিতে ইমারত বিধিমালা-২০২৪ চূড়ান্ত করার দাবি জানিয়েছেন রিহ্যাব নেতৃবৃন্দ। আজ সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ হামিদুর রহমান খান এর সাথে সাক্ষাৎ করে রিহ্যাব নেতৃবৃন্দ এ দাবি জানান।

    রিহ্যাব প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল তার সাথে সাক্ষাৎ করেন। এ সময় রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. আব্দুল লতিফ এবং রিহ্যাব পরিচালক ড. মোঃ হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

    রিহ্যাব প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, আবাসন খাতকে কুক্ষিগত করার লক্ষ্যে বিগত সরকারের মদদপুষ্ট একটি স্বার্থান্বেষী মহলকে খুশি করতে কোভিড-১৯ মহামারী চলাকালীন সময়ে তড়িঘড়ি করে নামমাত্র গণশুনানী দেখিয়ে মানুষের মতামত-কে আমলে না নিয়ে বিগত ২২ আগস্ট ২০২২ইং তারিখে বৈষম্যমূলক ও ক্রটিপূর্ণ বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ২০২২-২০৩৫ প্রকাশ করে। যার ফলে আবাসন সেক্টরে স্থবিরতা নেমে আসে এবং জনগণের মাঝে অসন্তোষ তৈরি হয়। এরই মধ্যে উক্ত ত্রুটিযুক্ত ড্যাপ এর আলোকে ঢাকা মহানগর ইমারত বিধিমালা-২০২৪ অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।

    এরপর গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা মহোদয়ের নির্দেশে রাজউক, সকল প্রফেশনাল বডি ও রিহ্যাবের সমন্বয়ে “ড্যাপ রিভিউ কমিটি” গঠন করেন এবং খসড়া বিধিমালাটি ফেরৎ এনে সংশোধনের উদ্যোগ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় রিহ্যাব কর্তৃক গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে একটি সুন্দর সময়োপযোগী ও বাস্তব সম্মত পূর্ণাঙ্গ খসড়া বিধিমালা-২০২৪ রাজউক চেয়ারম্যানের নিকট হস্তান্তর করা হলে দীর্ঘ ০১ (এক) মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও এ বিষয়ে উল্লেখযোগ্য কোন অগ্রগতি পরিলক্ষিত হয়নি।

    এমতাবস্থায় রিহ্যাবের সদস্যবৃন্দ ও ঢাকার জমির মালিকরা তাদের নতুন ভবনের নকশা জমা প্রদান করতে সিদ্ধান্তহীনতায় ভুগছেন যা আবাসন সেক্টরে স্থবিরতা সৃষ্টি করছে। এই সংকট থেকে উত্তরণের জন্য জরুরী ভিত্তিতে ইমারত বিধিমালা-২০২৪ কে চূড়ান্তকরণের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের দাবি জানান রিহ্যাব প্রেসিডেন্ট।

    সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ হামিদুর রহমান খান বলেন, প্রস্তাবনা অনলাইনে প্রকাশের পর সকলস্টেক হোল্ডাদের মতামত ও পরামর্শ দেওয়ার পর তা পর্যালোচনা করা হবে। এরপর দ্রুত সময়ের মধ্যে বিধিমালাটি চূড়ান্ত করা হবে বলে রিহ্যাব নেতৃবৃন্দকে আশ্বাস দেন তিনি।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031