• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভোট পেতে ট্রাম্প বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছেন: ধর্ম উপদেষ্টা 

     dailybangla 
    03rd Nov 2024 10:58 pm  |  অনলাইন সংস্করণ

    সাভার প্রতিনিধি: ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, ট্রাম্প বাংলাদেশ নিয়ে যে মন্তব্য করেছেন সেটা ভোট পাওয়ার জন্য। ভোটের ময়দানে অনেকে অনেক কথা বলে।

    আজ রবিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল ইসলামিক সেন্টারের উদ্যোগে দুই দিনব্যাপী ‘সুন্নাহ কনফারেন্স বাংলাদেশ-২০২৪’-এর উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

    ড. আফম খালিদ হোসেন বলেন, ভোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে যে মন্তব্য করেছেন এটা আমাদের অনেকটা বিব্রত করে। কারণ আমাদের দেশে যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন। আমরা মনে করি তাদের রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, সামাজিক অধিকার, সাংস্কৃতিক অধিকার স্বীকৃত।

    তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগগুলো আমরা শুনছি, আমরা এসব অভিযোগের সঙ্গে একমত না। অতএব, ডোনাল্ড ট্রাম্প ভোট পাওয়ার জন্য সেই কথা বলেছেন। আমরা বিশ্বাস করি এবং আমরা অঙ্গীকারবদ্ধ যে, এ দেশে যারা অন্যান্য ধর্মের অনুসারী আছেন, তারা নিরাপদে আছেন। তাদের ধর্ম, তাদের ব্যবসা, তাদের রাজনৈতিক কথা বলার অধিকার আমরা নিশ্চিত করেছি, ইট ইজ আওয়ার কমিটমেন্ট।

    ধর্ম উপদেষ্টা বলেন, কোনো উপাসনালয় যদি কেউ অপবিত্র করতে চায়, আমরা মনে করি তারা কোনো ধর্মের লোক নয়। তাদের পরিচয় তারা ক্রিমিনাল। সেই ক্রিমিনালকে আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের।

    তিনি বলেন, আমরা তো সব সময় বলে আসছি, এ দেশের যারা নাগরিক নানা ধর্মাবলম্বী আছেন প্রত্যেকের অধিকার আছে। তাদের সিটিজেন রাইটস আছে, রিলিজিয়াস রাইটস আছে, এটা সাংবিধানিক রাইট। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। সাম্প্রতিক সময়ে তাদের যে পূজা-পার্বণসহ যেসব উৎসব গেল, আমরা তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছি। উনাদের কিছু দাবি-দাওয়া আছে যেগুলো সরকারের বিবেচনায় রয়েছে। আমরা মনে করি সহনশীলতা না থাকলে আমরা একটা সুন্দর বৈষম্যহীন সমাজ গড়তে পারব না। এজন্য আমাদের বিভেদ কমিয়ে পারস্পরিক সম্প্রীতির আবহ যদি তৈরি করতে পারি তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031