• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সাতক্ষীরায় সাতসকালে সড়কে ঝরল ৩ প্রাণ 

     dailybangla 
    07th Nov 2024 12:27 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ট্রাকচাপায় মোটরসাইকেল থাকা তিন আরোহী নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে সাতক্ষীরার বিনেরপোতার বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের মো. আকবর গাজীর ছেলে মোটর সাইকেল চালক মো. আরিজুল ইসলাম গাজী (২৮), আরোহী সাতক্ষীরার তালা উপজেলার জেঠয়া গ্রামের মো. শামসুর রহমান ফকিরের ছেলে মো. আসাদুল ইসলাম ফকির (৫৫) ও একই উপজেলার সুজনশাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. সেলিম (৩৫)। চালক আরিজুল ইসলাম বর্তমানে সাতক্ষীরা সদর উপজেলার মাধব কাটিতে বসবাস করেন।

    প্রত্যক্ষদর্শী পাটকেলঘাটার সবজি ব্যবসায়ী আকবর হোসেন জানান, একটি মোটরসাইকেলে তিনজন পাটকেলঘাটার দিক থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভোর পাঁচটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় মেঘনার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি দ্রুতগতির মাছবাহী আইসার পিকআপ তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আরিজুল ইসলাম ও আরোহী আসাদুল ইসলাম ফকির মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত হয় অপর আরোহী মো. সেলিম।

    বিষয়টি তিনি খুলনা ফায়ার সার্ভিস অফিসে চাকরিরত তার ভাইকে মোবাইলে জানান। পরে খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আহত সেলিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পথিমধ্যেই মারা যায় সেলিম।

    সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগ কর্তব্যরত চিকিৎসক মীর মাহফুজ জানান, ফায়ার সার্ভিস কর্মীরা আহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই পথে তার মৃত্যু হয়।

    সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। অপর একজন হাসপাতাল নেয়ার পথে মারা যায়।

    তিনি ঘটনাস্থলে রয়েছেন জানিয়ে আরও বলেন, মৃতদেহ গুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তারাই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930