• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নাসিরনগরে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ২ 

     dailybangla 
    09th Nov 2024 11:45 pm  |  অনলাইন সংস্করণ

    নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়েরকৃত নাশকতার মামলায় নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি জজ মিয়া মেম্বার নামের একজনকে গ্রেপ্তার করেছে নাসিরনগর থানা পুলিশ।

    গত শুক্রবার (৮ নভেম্বর) মধ্যরাতে তাকে কুন্ডা নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে একই মামলায় প্রায় একই সময়ে কুন্ডা ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি মো. জাসুক উদ্দিন ভূঁইয়া ওরফে হিটলারকেও তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। নাসিরনগর থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

    জানা যায়, চলতি বছরের সেপ্টেম্বরে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সাবেক সংসদ সদস্য এস এ কে একরামুজ্জামান (সুখন), সাবেক সাংসদ বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব রোমা আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান এটি এম মনিরুজ্জামান সরকার, কৃষক লীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. নাজির মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অসিম পাল, সাধারণ সম্পাদক মো. লতিফ হোসেন ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ১১৮ জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিস্ফোরক আইনে উপজেলার চাতলপাড় ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব শাহাআলম পাঠান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০০-৩০০ জনকে।

    মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সকালে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মিছিল নিয়ে জড়ো হয়। বিক্ষুদ্ধ ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষের ঘটনায় এ মামলা হয়। শুক্রবার একই দিনে প্রায় একই সময়ে নাসিরনগর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন আসামি হিসাবে জজ মিয়া মেম্বার ও জাসুক উদ্দিন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930