কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
dailybangla
22nd Apr 2024 9:42 pm | অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাসান মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত হাসান কাইয়ুমপুর ইউনিয়নের জারু মিয়ার ছেলে।
স্বজনরা জানান, সকালে হাসান বন্ধুদের নিয়ে পুটিয়া সীমান্তের জিরো পয়েন্টে ঘুরতে যান। এসময় তাদের দেখে বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিআলো/শিলি