সোনারগাঁয়ে ফেনসিডিল ইয়াবাসহ আটক ২
dailybangla
11th Nov 2024 11:15 pm | অনলাইন সংস্করণ
সামির সরকার সবুজ, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পাচারকালে মহিলাসহ দুইজনকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা নিউটাউন টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ত্রিশ বোতল ফেনসিডিলসহ ঝর্না বেগম (৩২) এবং এক হাজার পিস ইয়াবাসহ সৈয়দুল আমিন (৩০) কে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ঝর্না বেগম ঢাকার সবুজবাগ থানার বাসাবো এলাকার ভাড়াটিয়া মৃত রুবেল মিয়ার মেয়ে। অন্যদিকে সৈয়দুল আমিন কক্সবাজার জেলার উখিয়া থানার ১২নং ক্যাম্পের মৃত আব্দুল জলিলের ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী জানান, ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
বিআলো/তুরাগ