• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ও হামলার ঘটনায় ছাত্রনেতাসহ আহত ৬ 

     dailybangla 
    12th Nov 2024 10:40 pm  |  অনলাইন সংস্করণ

    গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ও যাত্রাবিরতিকালে হামলার ঘটনায় উপজেলা ছাত্র ও শ্রমিকদল নেতাসহ ৬ জন আহত হওয়ার প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল ও শ্রমিকদলের নেতা-কর্মীরা।

    সোমবার সকালে গফরগাঁও রেলস্টেশনে মানববন্ধন করেন তারা। এ সময় নেতৃবৃন্দ জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান। আহত নেতারা হলেন গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন, ছাত্রনেতা শান্ত, ইমন, যুবদল নেতা আরিফ, শ্রমিকদল নেতা জয়নাল ও আসাদুল। তাদের মধ্যে মুক্তার হোসেন ও শান্তর মাথা পাথরের আঘাতে ফেটে যায়।

    জানা যায়, সোমবার (১১ নভেম্বর) ময়মন- সিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পেশাজীবিদের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডা. এ. জেড. এম জাহিদ হোসেন। ওই প্রোগ্রাম শেষে বিএনপি নেতা-কর্মীরা মহুয়া ট্রেনযোগে গফরগাঁও আসার পথে বালিপাড়া ট্রেশনে ট্রেনটির যাত্রাবিরতিকালে ট্রেনে উঠে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় তারা ছিনতাইও করে বলে অভিযোগ উঠে। পরে ট্রেন ছাড়ার পর পুনরায় পাথর নিক্ষেপ করে ওই দুর্বৃত্তরা।

    মানববন্ধন ও বিক্ষোভকালে নেতৃবৃন্দ দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রুত বিচার চেয়ে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিজুল হক, রোকন, ছাত্রনেতা ইসতিয়াক, আশরাফুল আলম, জীবন, জাকির হোসেন, হিমেল প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031