• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    লালমনিরহাটে আলোচিত একরামুল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড 

     dailybangla 
    13th Nov 2024 12:59 pm  |  অনলাইন সংস্করণ

    সজীব আলম, লালমনিরহাট: অটোরিকশার চাঁদা আদায়ের জেরে লালমনিরহাটের আলোচিত একরামুল হক (৩৫) হত্যা মামলায় তিনজনের মৃত্যুদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। সেই সাথে পেনাল কোডের ২০১ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে আরও ৭ বছর করে কারাদণ্ড এবং ২০ হাজার করে টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

    গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আদীব আলী এ রায় ঘোষণা দেন। এ সময় নুর হাই ছাড়া অন্য আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর ৬জন আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

    মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীরা হলেন, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার রমনীগঞ্জ গ্রামের তছির উদ্দিনের ছেলে শামীম হোসেন (৩৭), একই এলাকার আব্দুস সোবাহানের ছেলে নুর হাই (৪০) এবং মৃত নজির হোসেনের ছেলে কবির হোসেন (২৮)।

    মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোয়ানী মোড় এলাকায় অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে গত ২০২০ সালের ১০ জুলাই সকালে মৃত্যুদন্ড প্রাপ্ত শামীম হোসেন মোবাইল ফোনে কল করে একরামুল হককে রমনীগঞ্জ গ্রামের বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সেইদিন থেকেই নিখোঁজ ছিল একরামুল। নিখোঁজের সাতদিন পর সানিয়াজান নদীর ধারে একটি ধান ক্ষেতের মাটিতে পুতে রাখা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। পরে একরামুলের স্ত্রী মনিরা ইয়াছমিন (৩১) বাদী হয়ে হাতীবান্ধা থানায় শামীম, নুর হাই এবং সবুজের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় উল্লেখ করা হয়, অটো রিক্সা থেকে চাঁদা আদায়ের জেরে একরামুলের সাথে বিরোধ ছিল শামীম সহ অন্য আসামীদের। এরপর গত ২০২১ সালের এপ্রিল মাসে তদন্ত শেষে পুলিশ ৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়।

    দীর্ঘ শুনানি শেষে আজ মঙ্গলবার আদালত সবুজ সহ ৬ জনকে খালাস দিয়ে শামীম, নুর হাই এবং কবিরকে মৃত্যুদন্ড দিয়েছে।

    মামলার সরকারি পিপি এ্যাডভোকেট আকমল হোসেন বলেন, এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, বাদীপক্ষ এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031