মিরপুর বিহারি ক্যাম্পে যৌথবাহিনী অভিযানে গেফতার ২৬
dailybangla
15th Nov 2024 12:46 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর ১১ সংলগ্ন মিল্লাত বিহারি ক্যাম্পে অভিযান চালিয়ে ২৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
শুক্রবার (১৫ নভেম্বর) সেনাবাহিনীর-৬ স্বতন্ত্র এডি ব্রিগেড, র্যাব ও পুলিশ সদস্যদের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
যৌথবাহিনীর অভিযানে, অভিযুক্তদের কাছ থেকে ১০০ গ্রাম গাজা, ৪৮ পুরিয়া হেরোইন, ৭টি ছুরি, ৫ টি চাপাতি এবং মাদক বিক্রয়ের নগদ ৩১ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।
যৌথবাহিনী জানায়, পল্লবী থানায় আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য পল্লবী থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানিয়েছে তারা।
বিআলো/শিলি