দলে দলে এক্স ছাড়ছেন ব্যবহারকারীরা
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ইলন মাস্ক মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স ছাড়তে শুরু করেছেন ব্যবহারকারীরা। এর ফলে, অ্যাপল অ্যাপ স্টোরের শীর্ষে উঠে এসেছে আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লু-স্কাই।
ব্যাপারটা কিছুটা এমন যে, এক্স প্ল্যাটফর্ম ছেড়ে দেওয়ায় পোয়া বারো এখন ব্লু-স্কাইয়ের। এক্স-এর বড় দুই প্রতিদ্বন্দ্বী অ্যাপ হলো ব্লু-স্কাই ও মেটার থ্রেডস। আর মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর দুটি অ্যাপই অ্যাপলের অ্যাপ স্টোরে এক ও দুই নম্বরে উঠে এসেছে। ব্লু-স্কাইর প্রতিষ্ঠাতা টুইটারের সাবেক প্রধান নির্বাহী জ্যাক ডরসি। তাতে এক্স-এর মতো একই ধরনের বিভিন্ন সুবিধা রয়েছে। এটি একটি বিকেন্দ্রীভূত কাঠামোর ভিত্তিতে তৈরি।
এর লক্ষ্য হলো, ব্যবহারকারীদের মধ্যে স্বচ্ছ উপায়ে যোগাযোগ স্থাপন করা। অ্যাপটির অ্যালগরিদম এমনভাবে নকশা করা যাতে এর মধ্যে বিভিন্ন করপোরেশন, সরকার বা একক ব্যক্তির প্রভাব সীমিত করা যায়। এমনকি ব্যবহারকারীর হাতেই তার নিজস্ব ডেটার নিয়ন্ত্রণ থাকে এতে।
এর আগে ২০২৩ সালে অ্যান্ড্রয়েড ও আইওএস-এ উন্মোচনের পরপরই নতুন ব্যবহারকারীদের জোয়ার দেখেছিল অ্যাপটি। যেখানে বেশিরভাগ ব্যবহারকারী এসেছিলেন মাস্ক টুইটার অধিগ্রহণ করায়। সে সময় সাইনআপের মাত্রা এত বেশি ছিল যে, নতুন ব্যবহারকারী নিয়োগের সুযোগ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল ব্লুস্কাই।
বিআলো/শিলি