দর্শনায় অপহৃতা স্কুলছাত্রীকে ৬ মাস পর উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনার অপহৃতা স্কুলছাত্রীকে চুয়াডাঙ্গার একটি ভাড়াবাড়ি থেকে প্রায় ৬ মাসপর উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) সকালে তাকে উদ্ধার করা হয়। দর্শনা থানা পুলিশের এস আই ফাহিম হোসেন সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দর্শনা থানার অন্তর্গত ডিহিকৃষ্ণপুর গ্রামের আ. হামিদ মিয়ার ৯ম শ্রেণীর স্কুল পড়ুয়া মেয়ে স্থানীয় স্কুলে যাওয়ার পথে একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে নাজিম হোসেন (২০) অপহরণ করে নিয়ে যায় বলে দর্শনা থানায় অভিযোগ করেন।
এ ঘটনায় গত ১৯ মে অপহৃতার পিতা বাদী হয়ে দর্শনা থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন (মামলা নম্বর ১২)। অবশেষে পুলিশের তথ্য প্রযুক্তির মাধ্যমে সোমবার ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পাশে একটি ভাড়া বাড়ি থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, অপহৃতা স্কুলছাত্রীকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।
বিআলো/তুরাগ