দৈনিক বাংলাদেশের আলো’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
dailybangla
30th Nov 2024 4:29 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: দৈনিক বাংলাদেশের আলো’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার ৩০ নভেম্বর ২০২৪ পত্রিকাটির পুরানা পল্টনস্থ বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. মফিজুর রহমান খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার যুগ্ম সম্পাদক ফাতেমা আক্তার মুন্নি, উপদেষ্টা সম্পাদক শাহীন আরা ইয়াসমীন, নির্বাহী সম্পাদক মো. শাহীন আলম চৌধুরী, বার্তা সম্পাদক কাজল হায়দার , চীফ রিপোর্টার কাঞ্চন কুমার দে, সিটি এডিটর এম এ মান্নানসহ সংবাদিক নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত সুধীজনদের শুভেচ্ছা বক্তৃতা শেষে কেক কেটে পত্রিকার জন্মদিন পালন করা হয়।