খড়বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক-হেল্পার নিহত
dailybangla
03rd Dec 2024 2:37 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর মহাদেবপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক-হেল্পারের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার রানীপুকুর এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে ট্রাক চালক সুমন মিয়ার বাবার নাম শামসুল আলম জানা গেছে। তবে হেলপারের পরিচয় পাওয়া যায়নি।
ভীমপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আকবর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে খড়বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহী দিকে যাচ্ছিল। পথে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক ও হেল্পারের মৃত্যু হয়।
তিনি বলেন, এরইমধ্যে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দুজনের পুরো পরিচয় নিশ্চিতের পর মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিআলো/শিলি