• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আওয়ামীপন্থী শিক্ষকরা বর্জন করলো জবি শিক্ষক সমিতি নির্বাচন 

     dailybangla 
    10th Dec 2024 1:45 am  |  অনলাইন সংস্করণ

    আবুবকর সম্পদ,জবি প্রতিনিধিঃ নিজেদের হুমকি ও ভয়-ভীতি প্রদানের অভিযোগ তুলে আসন্ন শিক্ষক সমিতির নির্বাচন-২০২৫ বর্জনের ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল।

    সোমবার (৯ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন- ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আব্দুল আলীম বরাবার পাঠানো এক চিঠিতে এই ঘোষণা দেয় তারা।

    চিঠিতে বলা হয়, যে কোন সভ্য সমাজে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরনে প্রতিনিধি নির্বাচন বৈষম্যহীন সমাজ বিনির্মাণে প্রথম ধাপ। শিক্ষকদের এই সংগঠনকে অকার্যকর করতে যারা লিখিত চিঠি ও হুমকি প্রদান করেছেন এবং করে আসছেন, তাঁরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী নয়। এই ধারা অব্যাহত থাকলে দেশ ও জাতি অচিরেই আরো গভীর অন্ধকারে নিমজ্জিত হবে। বিশ্ববিদ্যালয়ের মত জায়গায় শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়ার জন্য কমিশনকে লিখিত চিঠি ও চাপ প্রদান করা অনভিপ্রেত, অনাকাঙ্খিত এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। একটি সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অগণতান্ত্রিক আচরণ নিন্দনীয়।

    চিঠিতে আরও বলা হয়, ২০১২ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিসিস) প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একটি পেশাগত সংগঠন হিসেবে প্রতিবছর গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সম্মান-মর্যাদা বৃদ্ধি, শিক্ষার সামগ্রীক মানোন্নয়নে শিক্ষকদের প্রতিনিধি হিসেবে অত্যন্ত দৃঢ় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধরাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করে দেয়া হয় এবং শিক্ষকবৃন্দ নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদানের সময় চলাকালে গত ৮ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কয়েকজন শিক্ষার্থী এসে নির্বাচন কমিশনে একটি চিঠি দিয়ে শিক্ষকদের একটি বড় অংশকে (বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকবৃন্দের সংগঠন নীলদলের শিক্ষকদের) মনোয়ন ফরম প্রদান না করার জন্য লিখিতভাবে হুমকি ও চাপ প্রদান করে।

    শিক্ষার্থীদের চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় সহকর্মীদের মধ্যে ক্ষোভ, হতাশা এবং ভীতির সঞ্চার করেছে এবং সামগ্রীকভাবে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। ক্যাম্পাসের এই অস্থিতিশীল পরিবেশে নিজেদের সম্মান, বিশ্ববিদ্যালয়ের ভাবমুর্তি বিবেচনায় আমরা নীলদলের শিক্ষকরা আসন্ন শিসমিতি নির্বাচন ২০২৫ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন- ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আব্দুল আলীম বলেন, আমাদের মোট ৬ শত ৫৮ জন ভোটার আছে। আমরা সবাইকে ফরম দেয়ার জন্য বসে আছি। যে কেউ এসে আমাদের কাছে এসে ফরম নিতে পারে। নির্বাচন বর্জনের একটা চিঠি পেয়েছি। তবে কেউ নির্বাচন বর্জন করছে কিনা সেটা আমাদের দেখার বিষয় নয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930