• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিজয়ের মাসে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার কাউন্সিলের উদ্দ্যোগে গুনিজন সম্মাননা প্রদান 

     dailybangla 
    20th Dec 2024 5:13 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)র উদ্দ্যোগে ‘আমাদের মুক্তিযুদ্ধ ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা, গুনিজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    গতকাল (রবিবার) ১৯শে ডিসেম্বর বিকেল ৪টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবন লিফট -৫, কাকরাইলে (বিসিআরসি) এই অনুষ্ঠানের আয়োজন করে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড, আনোয়ারউল্লাহ চৌধুরী। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা সাবেক এমপি জনাব জয়নুল আবেদীন ফারুক। প্রধান আলোচক ছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ-আল-মামুন বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

    অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন-জনাব তানভীর আহমেদ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা। আরও আমন্ত্রিত ছিলেন জনাব ওবায়দুর রহমান শাহীন ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, মোঃ শহিদুল ইসলাম সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জনাব খুরশিদ আলম সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, অনুষ্ঠানে যথা সময়ে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ব্রাইট গ্রুপের চেয়ারম্যান ডেইলি ব্রাইট বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব লায়ন মাসুদ হাসান লিটন, বিসিআরসির সাংগঠনিক সম্পাদক কিশোর ডি কটা সহ আরও গুণী ব্যক্তিবর্গ। বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস কাউন্সিলের যুগ্ন সাধারন সম্পাদক অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সুমন চৌধুরীর পরিচালনায় সভাপতিত্ব করেন বিসিআরসির প্রতিষ্ঠাতা সভাপতি আলী আশরাফ আখন্দ।

    আলোচনা শেষে বিগত দিনে সাবেক চীফ হুইপ জয়নাল আবেদিন ফারুকের উপর পুলিশের অতর্কিত হামলার সময় শরীর থেকে খুলে ফেলা গেঞ্জিটি কুড়িয়ে রেখে দীর্ঘদিন পর তা এই মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দিয়ে আবেগে আপ্লুত হয়ে সেই অন্যায়ের বিচার দাবি করা হয়। অনুষ্ঠানে বিজয় দিবসের আলোচনা শেষে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুনিজনদের সম্মাননা প্রদান করা হয়।

    এতে শিক্ষা সেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা গ্রহন করেন ব্রাইট গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব লায়ন মাসুদ হাসান লিটিন, সেরা যুব সংগঠক সম্মাননা গ্রহন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিনের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম, সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মো: মতিউর রহমান সহ সভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপি, সহ সভাপতি ডা: শফিকুর রহমান, সেরা সংগঠনের সভাপতি হিসাবে সম্মাননা গ্রহন করেন জাগরন প্রতিবন্ধি কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল রানা, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিনিয়র সাংবাদিক ওয়াহিদ মুরাদ, সফল সংগঠক হিসাবে যাত্রাবাড়ী থানা ৬৫ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মো: শাহ আলম।

    দক্ষ সংগঠক ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা গ্রহন করেন ডেইলি ভোরের পাতার চীফ রিপোর্টার সুমন চৌধুরী। সম্মাননা শেষে কালচারাল প্রোগাম শুরু হয়ে অত্যান্ত শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

    অনুষ্ঠানে গান করেন আনোয়ার হোসেন, মেহেরুন আশরাফ,শম্পি জামান,হাসি, হাসান সারোয়ার, সোহাগ ও তার দল সুন্দর একটি নাচ পরিবেশন করেন। কানায় কানায় পূর্ন দর্শকের উপস্থিতিতে মুহুমুহু করতালির মাধ্যমে অনুষ্ঠান টি সমাপ্ত ঘোষনা করা হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930