• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ছাত্র-জনতা ও বিএনপির অর্জিত অভূতপূর্ব বিজয় যেন হাতছাড়া না হয়: এ্যাড. শিমুল বিশ্বাস 

     dailybangla 
    23rd Dec 2024 9:08 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতা ও বিএনপি নেতাকর্মীদের গণআন্দোলনে অর্জিত অভূতপূর্ব বিজয় যেন হাতছাড়া না হয়,সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শাসমুর রহমান শিমুল বিশ্বাস।

    আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং এ রুপনগর থানাধীন ৬,৭,৯২ নং ওয়ার্ড শ্রমিকদলের কর্নীসভায় প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস এসব কথা বলেন।

    তিনি বলেন, গত ৫ ই আগষ্টে স্বৈরাচারী ফ্যাসিষ্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্যদিয়ে যে রক্তাক্ত রাজপথ ও অসংখ্য জীবন শহীদ হয়েছে; সেই জীবন দানের দুঃসাহসিক দৃষ্টান্ত স্হাপন করে এক অভূতপূর্ব বিজয় ছিনিয়ে এনেছে আমাদের দেশের ছাত্র-জনতা এবং বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

    শিমুল বিশ্বাস বলেন, স্বাধীনতার পর গত জুলাই আগষ্টের ছাত্র জনতা এবং বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ গণ-অভ্যুত্থানে পতিত আওয়ামী স্বৈরাচার ফ্যাসিষ্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে হত্যাকান্ড ঘটেছে,যে জীবন উৎসর্গ হয়েছে-এটা ইতিহাসে গণহত্যা হিসেবে আখ্যায়িত হয়েছে। জনগনের এই বিজয় সেদিনই স্বার্থক হবে-যেদিন বাংলাদেশের গণতান্ত্রিককামী মানুষের মুখে হাসি ফুটবে।

    তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের এই আন্দোলনে যারা জীবন ও রক্ত দিয়েছেন,তাদের মধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর সংখ্যা ছিল বেশী। বিএনপির নেতাকর্মীরা যারা জীবন দিয়েছেন তাদের আত্নত্যাগ ও জীবন দান কখনও বৃথা যাবে না।

    প্রধান বক্তার বক্তব্যে বিএনপি ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক আমিনুল হক বলেন,গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ও গনতন্ত্র পুনরুদ্ধারের দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম করছে; জনগণ একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় তারা অধীর আগ্রহে বসে আছে। মানুষ ভোট দিতে চায়।

    তিনি অন্তবর্তীকালীন সরকারের কাছে আহবান জানিয়ে বলেন,বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি। সেই ভোটের অধিকার নিশ্চিত করার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হউক।

    রুপনগর থানা শ্রমিকদলের আহবায়ক নূরুল আমিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব শামসুল আলম মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি,এবিএমএ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু,মহানগর সদস্য সাজ্জাদ হোসেন,ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের আহবায়ক কাজী শাহ আলম রাজা,সদস্য সচিব কামরুল জামান,যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ,মহিলাদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক লাইলী বেগম, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান,যুগ্ম আহবায়ক মুকলেছুর রহমান আবির, রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক,অলিউল হাসনাত তুহিন মাষ্টার,পল্লবী থানা যুবদলের আহবায়ক হাজী নূর সালাম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930