• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জুলাই আগস্ট নিহত সকল শিশু’র পাশে দাঁড়াবে সরকার: সুচিস্মিতা তিথি 

     dailybangla 
    02nd Jan 2025 2:24 pm  |  অনলাইন সংস্করণ

    ডেস্ক রিপোর্ট : জুলাই আগস্ট মাসে আইনশৃঙ্খলা বাহিনী’র হাতে নিহত ৬৫ জন শিশু’র পাশে দাঁড়াবে সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

    আজ শিশুদের প্রথম আন্তর্জাতিক নেটওয়ার্ক চাইল্ড মেসেজ বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন “শুনো আমাদের কথা “য় অংশ নিয়ে প্রেস উইং এই সদস্য জানান,নিহত ও আহত সকল শিশু’র খবর প্রচারে বাংলাদেশ টেলিভিশন সাথেও কথা বলবে (সিএ প্রেস উইং)।

    আয়োজনে অংশ নিয়েছিলেন সিনিয়র সাংবাদিক হারুন হাবিব সহ বিবিসির ‘ রেহানা পারভিন “।এবার ঢাকা খিলগাঁও কলোনি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা প্রশ্ন করার সুযোগ পায় অতিথিদের।

    আয়োজনে এক শিক্ষার্থী জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ প্রতিবেদন অনুযায়ী ৬৫ জন শিশু’র কথা কেন তুলে ধরেনি বাংলাদেশের মিডিয়া তা বিবিসি’র সাংবাদিক পারভিনের কাছে জানতে চাওয়া হয়।জবাবে এই সিনিয়র সাংবাদিক বলেন, বিষয়টি খুব ই স্পর্শকাতর এবং তুলে ধরা দরকার ছিলো বাংলাদেশের মিডিয়ার।প্রশ্নকারী শিশু’র বিষয়টি প্রোফেসর মোহাম্মদ ইউনুস কাছে পৌছে দেওয়া হবে এবং জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে সরকার পাশে দাঁড়াবে বলেও জানান সিএ প্রেস উইং সহকারী সচিব সুচিস্মিতা তিথি।

    আয়োজনে আরেক শিক্ষার্থী সিনিয়র সাংবাদিক হারুন হাবিব কাছে জানতে চান,আরএসএফ এক প্রতিবেদনে জানায় বাংলাদেশ সাংবাদিকদের জন্য ভয়াবহ জায়গা।বিষয়টি নজরে আনা হলে এই সিনিয়র সাংবাদিক বলেন, সং্খ্যালঘুদের বেশকিছু মিটিং আমরা দেখতে পেয়েছি বেশকিছু সংঘর্ষ ঘটনায় সাংবাদিক আহত হয়েছে।যদিও আরএসএফ দাবিটা পুরোপুরি সত্য নয় বলেও মনে করেন তিনি।

    চাইল্ড মেসেজ প্রধান নির্বাহী পরিচালক আরিফ রহমান বলেন, ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড থার্টিন বাস্তবায়নে এইভাবে সাহসের সাথে কাজ করে যেতে চাই আমরা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031