কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরনে দূর্নীতির প্রমান পেয়েছে দুদুক
                             dailybangla 
                            
                    
                                09th Jan 2025 8:51 pm  |  অনলাইন সংস্করণ
                            
                            
                        সুমন মাহমুদ,কুষ্টিয়া : কুষ্টিয়ায় কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিনসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণে ব্যাপক দুর্নীতি ও অনিয়েমের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় ও কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিসে দুদক অভিযান চালিয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয়ে অভিযান চলে দুপুর পর্যন্ত। এর আগে গতকাল বুধবার কুমারখালী উপজেলা কৃষি অফিসে অভিযান চালিয়েছে দুদক। দুদকের সমন্বিত কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক নীলকমল পাল অভিযানে নেতৃত্ব দেন।
বিষয়টি নিশ্চিত করে নীলকমল পাল বলেন, বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে দুদক। কুমারখালী ও কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিসে অভিযান চালিয়ে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় হারভেস্টার মেশিনসহ অন্যান্য কৃষি যন্ত্র বিতরণে অনিয়ম দুর্নীতির প্রামাণ পেয়েছি।  অনিয়ম দুর্নীতির বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এ অভিযান চলমান থাকবে।
                        
                        
                            
                        
                        
                    






 
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                
 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
