নন-ক্যাডার সহকারী সচিব হলেন ৫৯ কর্মকর্তা
dailybangla
14th Jan 2025 7:31 pm | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক : এবার ৫৯ জন প্রশাসনিক কর্মকর্তা (এও) ও ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) নন-ক্যাডার সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, এসব কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হলো।
নিয়মানুযায়ী পরে তাদেরকে পদায়ন করা হবে। ‘জাতীয় বেতন-স্কেল, ২০১৫’ অনুযায়ী তারা নবম গ্রেডে বেতন-ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
বিআলো/শিলি