নলছিটিতে শ্রমিকদলের পরিচিত সভা অনুষ্ঠিত
মো. রাশেদ খান মিঠু, নলছিটি (ঝালকাঠি): ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন শ্রমিকদলের আয়োজনে পরিচিত সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ৫ নং সুবিদপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. আব্দুস ছোবাহানের সভাপতিত্বে বিজি ইউনিয়ন একাডেমি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করেন। অনুষ্ঠানে শুরুতে একটি র্যালি স্থানীয় তালতলা বাজারের বিভিন্ন জায়গায় ঘুরে সমাবেশস্থলে শেষ করেন। এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ, প্রধান বক্তা ছিলেন উপজেলা শ্রমিকদল সভাপতি মো. মিজানুর রহমান, পৌর শ্রমিকদল সভাপতি সেলিম হাওলাদার, উপজেলা ছাত্র দল সভাপতি সাইদুল ইসলাম রনি, উপজেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক আদিব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুবিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজিম হাওলাদার। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।