অগ্নিদুর্ঘটনা রোধে সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণী মহড়া
নিজস্ব প্রতিবেদক: সেন্টমার্টিনে অগ্নি দুর্ঘটনা রোধে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নি নির্বাপণী মহড়ার আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ, সোমবার (২০ জানুয়ারি) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৪ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ৩ টায় সেন্টমার্টিন দ্বীপে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফলশ্রুতিতে, বীচ ভ্যালি ইকো রিসোর্ট সম্পূর্ণ পুড়ে যায় এবং সায়রী ইকো রিসোর্ট এর কিছু অংশ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়। এরূপ অগ্নি দুর্ঘটনা রোধে এবং সেন্টমার্টিন দ্বীপে বসবাসরত সকল রিসোর্ট মালিক ও স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধির নিমিত্তে আজ ২০ জানুয়ারি ২০২৫ তারিখ সোমবার সকাল ১০টা হতে দুপুর ১২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন, বিসিজি স্টেশন সেন্টমার্টিন ও ফায়ার সার্ভিস এর সমন্বয়ে যৌথভাবে বিসিজি স্টেশন সেন্টমার্টিন এর মাঠ প্রাঙ্গণে অগ্নি নির্বাপণী মহড়া অনুষ্ঠিত হয়।
উক্ত কার্যক্রমে সেন্টমার্টিন দ্বীপে অবস্থানরত রিসোর্ট মালিকগণ, স্থানীয় জন প্রতিনিধি, নৌ পুলিশ ও বিজিবি সদস্যসহ বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও জনসাধারণের জান ও মালের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিআলো/তুরাগ