রামকৃষ্ণ মিশনে স্বামী বিবেকানন্দের ১৬৩তম শুভ জন্মতিথি উৎসব
নিজস্ব প্রতিবেদক: স্বামী বিবেকানন্দের ১৬৩তম শুভ জন্মতিথি উৎসব রামকৃষ্ণ মিশন, ঢাকা’য় শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপিত হয়েছে।
অনুষ্ঠানসূচীতে প্রথমার্ধে ছিল বিশেষ পূজা, বৈদিক স্তোত্র পাঠ, স্বামী বিবেকানন্দ সম্পর্কিত গ্রন্থ থেকে পাঠ, ভক্তিমূলক সঙ্গীত, হোম এবং পৃষ্পাঞ্জলি। পূষ্পাঞ্জলি শেষে দুপুর ১২:০০ মি. ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। দ্বিতীয়ার্ধে, সন্ধ্যা ৭:০০মি., স্বামী অক্ষরানন্দ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘স্বামী বিবেকানন্দ ও যুগসঙ্কট’ শীর্ষক আলোচনা সভা।
উক্ত সভায় সভাপতিত্ব করেন শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ, অধ্যক্ষ ও সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ঢাকা এবং ভাষণ প্রদান করেন অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, গনিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধ্যাপক ড. মিতুল মুনা হাসান, দর্শন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এছাড়া সাংস্কৃতিক সংগঠন ‘স্পন্দন’-এর শিশু শিল্পীদের নিজস্ব পরিবেশনা ব্যতীত অনুষ্ঠানের শুরুতে এবং সমাপ্তে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানের উভয়পর্বে ভক্ত ও অনুরাগীদের উপস্থিতি ছিল আকর্ষণীয়।
বিআলো/তুরাগ