• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: আমিনুল হক 

     dailybangla 
    23rd Jan 2025 10:28 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক বলেছেন, শারীরিক চর্চা ও মানসিক বিকাশের মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

    তিনি বলেন, বর্তমান তরুন প্রজন্ম ও ছাত্র ছাত্রীরাই বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য-আমরা আশা করব খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে যে বহিঃপ্রকাশ ঘটবে, সেই বহিঃপ্রকাশের মাধ্যমে আমরা একটি সুশৃঙ্খল জাতি ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারব।

    আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনব্যাপি মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউট,শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়, মিরপুর সেকশন ৭ বঙ্গবন্ধু বিদ্যানিকেতন,ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যাপিঠ ও মোহাম্মদপুর বছিলা হাইস্কুল মাঠে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন,একটি সুন্দর ও ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য আজকে আমরা যখন দেশ থেকে স্বৈরাচার মুক্ত করেছি, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে-সেই স্বাধীন বাংলাদেশের মানুষ একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। যেখানে কোন অপচেষ্টা অপরাজনীতি ও বিশৃঙ্খলা থাকবে না।

    তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার তাদের শাসনামলে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তাদের সেই শিক্ষাব্যবস্থার পাঠ্যপুস্তকে বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে কিছু মিথ্যে ইতিহাস আমাদের বাচ্চাদের পড়ানো হয়েছে।

    তিনি আরও বলেন, আমরা আশা করব- আওয়ামী স্বৈরাচার সরকারের তৈরি করা পাঠ্য পুস্তকের বিকৃত ইতিহাসগুলো ছাঁটাই করে অপসারণ করার মাধ্যমে বাংলাদেশের প্রকৃত ইতিহাস যাতে আমাদের সন্তানরা শিখতে পারে, বুঝতে পারে ও পড়তে পারে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

    এসময় উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,হাজী মোঃ ইউসুফ,মাহাবুব আলম মন্টু,ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য বছিলা উচ্চ বিদ্যালয় সভাপতি এম এস আহমাদ আলী,মহানগর সদস্য মোঃ নাসির উদ্দীন,সাজ্জাদ হোসেন,তাসলিমা রিতা, মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এ্যাড. রুনা লায়লা,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান,যুগ্ম আহবায়ক আনিছুর রহমান,মোকছেদুর রহমান আবির,মোঃপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রাজু আহমেদ, প্রফেসর ড. অলিউল্লাহ,বছিলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কামরুজ্জামান, বছিলা নতুন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সানজিদা আক্তার চৌধুরী,মোঃপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড সাকিব সারোয়ার,মোঃপুর থানা ৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি মোঃ ওসমান গনী সেন্টু, পল্লবী থানা ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজুসহ প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930