• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ওয়ান-ইলেভেন নিয়ে মিছে ভয় পাওয়ার কিছু নেই: উপদেষ্টা মাহফুজ 

     dailybangla 
    25th Jan 2025 10:37 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘বাংলাদেশে সেনা শাসন আসার কোন সুযোগ নেই। কোন রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করা হয়নি। ছাত্র-জনতার রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করা হয়েছে। আমাদের কারো তাবেদারী করার আর দরকার নেই। হাসিনার তাবেদারী করার যে প্রক্রিয়া সেটিকে নস্যাৎ করে দিয়ে রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে। কারো কাছে আর মাথা নত নয়। আমরা ৩রা আগস্টেই বলেছিলাম ওয়ান ইলিভেন চাই না। ওয়ান ইলিভেন নিয়ে মিছে ভয় পাওয়ার কিছু নেই। আসুন আমরা যারা ফ্যাসিবাদবিরোধী শক্তি আছি তারা ঐক্যবদ্ধ হই, সংস্কারগুলো করার জন্য সরকারকে সহযোগিতা করি।

    শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসংর্ধনা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মাহফুজ আলম আরও বলেন, ‘আওয়ামী লীগ আবারও যদি দিল্লীর কোলে আশ্রয় নিয়ে চোখ রাঙাতে চায়, আমরা বসে থাকবো না। শহীদদের পথ অনুসরন করে শাহাদাতের পথ বেছে নেবো। আবার লড়াই করবো। শুধুমাত্র আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা উৎখাত করে আমরা সন্তুষ্ট নই। বরং আওয়ামী লীগ ফ্যাসিজমের যত বৈশিষ্ট্য বিভিন্ন প্রান্তে, প্রশাসনে, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে রয়ে গেছে, তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। এরপর শহীদদের আকাঙ্খা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবো।’

    তিনি আরও বলেন, ‘অনেকগুলো কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করেছেন। খুব শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে যে সংস্কার না করলেই নয়, নির্বাচনের পূর্বে সে সকল সংস্কার করতে চাই। যে প্রতিষ্ঠানগুলো হাসিনাকে টিকিয়ে রেখেছে, সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচন করতে পারি না। নির্বাচন করার আগে অবশ্যই হাসিনার ওই প্রতিষ্ঠান ও তার দালালদেরকে উৎখাত করে এবং খুনীদের বিচার করে আমাদের নির্বাচনের দিকে এগুতে হবে।’

    রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটওয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সহ-সভাপতি জাকির হোসেন ও হেফাজত ইসলাম বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ।

    অনুষ্ঠানের সঞ্চালনা করেন রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন ও চাঁদপুর গৃদকালন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল বাতেন।

    সংবর্ধনা শেষে উন্নয়ন কার্যক্রম নিয়ে উপজেলা হলরুমে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন উপদেষ্টা।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930