• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারব: আমিনুল হক 

     dailybangla 
    25th Jan 2025 11:54 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: পাঠ্যপুস্তকে নতুনভাবে বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে তুলে ধরতে হবে জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক দলটির ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক আমিনুল হক বলেছেন,পাঠ্যপুস্তকে প্রকৃত ইতিহাস তুলে ধরার মাধ্যমে আমাদের সন্তানদেরকে নতুন প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারব।

    আজ শনিবার সকালে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজে “আমিনুল হক শিক্ষা বৃত্তি সনদ ও সন্মানি প্রদান-২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকার আমাদের তরুন প্রজন্ম বর্তমান প্রজন্ম এবং আমাদের সন্তানদেরকে ভূল ইতিহাস শিখিয়েছে। শেখ হাসিনার সরকার জোর করে তার পরিবারের মিথ্যা ইতিহাস আমাদেরকে শিখানো হয়েছে এবং আমাদের সন্তানদেরকে পড়ানো হয়েছে।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার যে রুপরেখা দিয়েছেন,সেই রুপরেখার ভিতরে শিক্ষা ব্যবস্হাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বলে তিনি তার বক্তব্যে জানান।

    আমিনুল হক বলেন,আওয়ামী স্বৈরাচার সরকার দেশের কোন উন্নয়ন করেনি। উন্নয়নের নামে নিজেদের পকেটের উন্নয়ন করেছে। এদেশের জনগণের ২৮ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করে আওয়ামী লীগের নেতারা পৃথিবীর বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানিয়েছে। কিন্তু এদেশের সাধারণ মানুষের দিকে তাদের কোন খেয়াল ছিল না।

    জনগণের ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে দেশের প্রতিটি স্কুল কলেজের জন্য নিজস্ব মাঠ বাধ্যতামূলক করে মাঠের ব্যবস্হা করারও অঙ্গীকার করেন তিনি।

    “আমাদের সন্তানদেরকে নতুন প্রজন্মকে সুস্থ ভাবে গড়ে তুলতে ও সুস্থ জাতি হিসেবে গড়ে তুলার জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলাকে সবচেয়ে বেশি প্রাধান্য” দেয়ার কথা ও তিনি তার বক্তব্য উল্লেখ করেন।

    পল্লবী রুপনগর থানা শিক্ষা প্রধান পরিষদের সভাপতি ও ড. মুহম্মদ শহীদুল্লাহ্ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপিঠ এর অধ্যক্ষ মোঃ খালেকুজ্জামান জুয়েল এর সভাপতিত্বে ও
    মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের ইংরেজি প্রভাষক মোঃ আবুল কাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠানে পল্লবী ও রুপনগর শিক্ষা প্রতিষ্ঠান পরিষদের প্রধান উপদেষ্টা মোঃ মইনুল হক,
    মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহম্মদ মোস্তফা কামাল খোশনবীশ, মিরপুর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিনাত ফারহানা,শহীদ আবু তালেব স্কুলের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন,এমআই মডেল হাই স্কুল এর প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউলনুল হোসেন রিয়াজ,মাহাবুব আলম মন্টু,মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান বক্তব্য রাখেন। এসময় তিনি পল্লবী রুপনগর থানাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০০ মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি সনদ ও সন্মানি প্দান করেন।

    জিয়া আন্ত:থানা ফুটবল টুর্নামেন্ট:
    তেজগাঁও বিজিপ্রেস মাঠে দুপুরে ঢাকা মহানগর উত্তর এর আন্ত:থানা ফুটবল টুর্নামেন্ট এর ভাটারা থানা ও কাফরুল থানার মধ্যকার ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি থেকে খেলা উদ্বোধন করেন আমিনুল হক। এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব,ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান,যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক,আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,আকতার হোসেন, হাজী মোঃ ইউসুফ,সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার প্রমুখ। খেলায় ভাটারা থানা ২-০ গোলে কাফরুল থানাকে পরাজিত করে।

    স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা:
    মিরপুর সাড়ে এগার নম্বরে স্বেচ্ছাসেবকদল পল্লবী থানার কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইয়াছিন আলী,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউলনুল হোসেন রিয়াজ,মাহাবুব আলম মন্টু,মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা,ঢাকা মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি,সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবু বক্তব্য রাখেন।

    এরআগে সকালে তিনি মিরপুর ১১ নম্বরে মিরপুর পলাশনগরে বেলতলা রাস্তা উদ্বোধন করেন। সন্ধ্যায় শেরে বাংলা নগর ও পল্লবী ৬ নম্বর ওয়ার্ডে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930