নওগাঁয় তাপমাত্রা ৮.৬ ডিগ্রিতে, শীতে নাকাল জনজীবন
নিজস্ব প্রতিবেদক: হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা বাতাসে নওগাঁর বরেন্দ্র অঞ্চলে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। শীত মোকাবিলায় পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে আরও বেশি দুর্ভোগে পড়ছেন অসহায় ও দরিদ্র মানুষ।
রবিবার (২৬ জানুয়ারি) জেলায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই দিন ধরে আবারও বেড়েছে শীতের দাপট। সকালে কুয়াশা কমলেও বেড়েছে ঠান্ডার দাপট। তাপমাত্রা কমার চেয়েও বেশি অসুবিধা হচ্ছে হিমশীতল বাতাসে। দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা থাকলেও হিমেল বাতাসে দিনভর অনুভূত হয় হাড় কাঁপানো শীত। বিশেষ করে সন্ধ্যার পর থেকে সকাল ১০টা পর্যন্ত।
নওগাঁ বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগার কর্মকর্তা মিজানুর রহমান বলেন, রবিবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। তাপমাত্রা নিম্নমুখী হওয়ায় বেড়েছে শীত এবং কুয়াশা। হিমেল বাতাসের কারণেই কনকনে শীত অনুভূত হচ্ছে।
জেলার চাষিরা জানান, শীতের তীব্রতায় চাষাবাদের কাজে নামতে পারছেন না তারা। ফলে তাদের আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ছে।
বিআলো/শিলি